১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




হোমনায় মাসব্যাপী তাঁত-বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি।

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০১৯, ০১:০৬ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৬ টার দিকে হোমনা বাসস্ট্যান্ড শেখ রাসেল মিনিস্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) সিআইপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, জেলা পরিষদের সদস্য খন্দকার মহিউদ্দিন, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডএর
আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের পরিচালনায় মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলায় ৫২টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলার মাঠে শিশুদের জন্য নাগরদোলা, ট্রেন ও নৌকা দোলনাসহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET