১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




মেলায় অন্যায় কিছু দেখলেই আমি কঠোর হতে বাধ্য হবো: ইউএনও সাজিয়া তাহের

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৯, ২০:০৮ | 1094 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়ায় মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের মেলার আয়োজকদের উদ্দেশ্য করে বলেন, মেলা পরিচালনায় আইনগত কিছু নিয়মকানুন আপনাদের জানানো হয়েছে। সেই নিয়ম মেনেই আপনারা মেলা পরিচালনা করবেন। আমরা আপনাদের সহায়তা করবো। তিনি আরো বলেন, আমি অভিযোগ পেয়েছি, ইতিপূর্বে এ মাঠে যে মেলা হয়েছিলো তাতে কিছু অন্যায় কাজ সম্পাদন করেছিলো মেলার আয়োজকরা। ইউএনও সাজিয়া তাহের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, এবারের মেলায় যাতে অন্যায় কিছু না হয় সেদিকে লক্ষ রাখবেন। যদি অন্যায় ও নিয়ম বিরুধী কোনো কাজ এ মেলায় হয় তাহলে আমি কঠোর হতে বাধ্য হবো।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় ছাগলনাইয়া আদালত মাঠে উদ্বোধন করা হয় মাসব্যাপী এ শিল্পী ও পণ্য মেলার। আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও ছাগলনাইয়া কর্মজীবি নারীর সার্বিক সহযোগিতায় ছাগলনাইয়ায়,মাসব্যাপী এ মেলার কার্যক্রম চলবে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। মেলার উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রাখি সিনহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কর্মজীবি নারীর সমন্বয়কারী রোকেয়া সুলতানা আন্জু, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, মুক্তিযোদ্ধা আবদুল হাই, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউপ ভুইয়া প্রমুখ। উদ্বোধিনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার আয়োজক কর্তৃপক্ষ সুত্র জানায়, এ মেলায় মোট ২৭ টি স্টলে আদিবাসীদের হাতের কারুকাজের জামদানী শাড়ী, তাতের শাড়ী, জুতা, ক্রোকারিজ, খেলনা সামগ্রী সহ অদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার নিজস্ব কোম্পানির পণ্য সামগ্রী থাকবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET