২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাদক সম্পৃক্ত পুলিশ সদস্যদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আরএমপি কমিশনারের




মাদক সম্পৃক্ত পুলিশ সদস্যদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আরএমপি কমিশনারের

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২০, ২১:৫৯ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে আরএমপির নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন,সীমান্তবর্তী জেলা হওয়ায় রাজশাহীতে এখনো মাদক সমস্যা প্রকট। মাদকের কারণে নানা ধরনের অপরাধী বাড়ে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবন এমনকি মাদক ব্যবসায় সস্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে মতবিনিয় কালে এই তথ্য জানান আরএমপি কমিশনার। নয়া পুলিশ কমিশনার বলেন, অহেতুক কোনো নাগরিককে হয়রানি করবে না পুলিশ। বিভিন্ন সময় পকেটে মাদক ঢুকিয়ে ফাঁসিয়ে দেয়া অভিযোগ শোনা যায়। এরকম কোনো ঘটনার প্রমাণ পেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এই নগরীর সুনাম আছে শান্তির শহর হিসেবে। এই সুনাম ধরে রাখতে হবে। কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেয়া হবে না।তিনি বলেন, আমি চাই, আমাদের পুলিশ সদস্য প্রতিটি সেবা নিয়ে জনগণের দোর গোড়ায় পৌঁছে যান। এ জন্য আমরা কমিউনিটি পুলিশের পাশাপাশি বিট পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেছি। বিট পুলিশের মাধ্যসে সেবা জনগণের দরজায় পৌঁছে যাচ্ছে। এ সময় সেবার নামে হয়রানি কোনভাবেই বরদাস্ত করা হবেনা বলেও জানান কমিশনার। এসময় মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসানসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET