১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




ফ্রান্সে করোনার দ্বিতীয় ধাপে জীবনযাত্রায় নতুন নিয়ম

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২০, ১৭:৪৫ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সে করোনার দ্বিতীয় ধাপে তেমন মৃত্যুর সংখ্যা নেই। গত এক সপ্তাহে তিন অংকে কৌটায় সীমাবদ্ধ। কিন্ত আক্রান্তের সংখ্যা চার অংকে বিদ্যমান। এর মধ্যে প্রধানমন্ত্রী জনগণের চলা-ফেরার উপর কিছু বিধি নিষেধ আরোপন করেছেন। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ হলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী সীমিত আকারে লকডাউন চলমান থাকবে । বাইরে যাওয়ার জন্য এটেস্টেশন এর নিয়ম চালু থাকবে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তিন ঘন্টার জন্য বাইরে হাঁটাহাঁটি বা খেলাধুলা করা যাবে।  কিন্তু সেটার জন্য ২০ কিলোমিটার এর বেশি দূরে যাওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ৯ টা পর্যন্ত খোলা হবে । ১৫ ই ডিসেম্বর থেকে রাত ৯ টা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ চালু থাকবে।
আপাতত রেস্টুরেন্ট খোলা হবে না। কিন্তু আক্রান্ত সংখ্যা যদি প্রতিদিন পাঁচ হাজারের নিচে যায় তাহলে খোলার সম্ভাবনা আছে ।
বড় দিনের জন্য ২৪  তারিখ বাইরে বের হওয়া যাবে এবং সেটা পরিবারের সাথে পালন করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যাবে। এই নিয়মগুলো আগামী শনিবার সকাল থেকে প্রয়োগ করা হবে ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET