২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




ধুনটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ১৭:৫৭ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে মোটর সাইকেল-টাক্ট্রর মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার হাটশুরা গ্রামের দুদু মিয়ার ছেলে। এঘটনায় আরো ২ জন আহত হয়েছে। আহতরা হলো একই গ্রামের আব্দুল লতিফের ছেলে রুহুল আমিন (৩২) ও মৃত. রং মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫০)। শুক্রবার সকাল ১১টায় উপজেলার বেলকুচি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাটশুরা গ্রামের নির্মাণ শ্রমিক বেল্লাল হোসেন, রুহুল আমিন ও আব্দুর রাজ্জাক মোটর সাইকেল যোগে ধুনট বাজাতে আসতে ছিলো। পথিমধ্যে উপজেলার বেলকুচি ব্রিজ এলাকায় পৌঁছলে মাটি বোঝায় টাক্ট্ররের সাথে মুখোমুখি মোটর সাইকেলের সংর্ঘষে মোটর সাইকেলের ৩ আরোহী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে নির্মান শ্রমিক বেল্লাল হোসেনের মৃত্যু হয়। আহত অপর ২ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়ের হোসেন জানান, মোটর সাইকেল- টাক্ট্ররের মুখিমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৩ জনের মধ্যে বেল্লাল হোসেন নামের নির্মাণ শ্রমিক হাসাপাতালে আসার পূর্বেই মারা যায়। তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয় নাই। অপর আহত ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET