২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধুনটে চাঁদা না দেওয়ায় ভিডিও বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ




ধুনটে চাঁদা না দেওয়ায় ভিডিও বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৯:৩৮ | 684 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে চাঁদা না দেওয়ায় ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভুগি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল সরকার ৪ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় রবিবার বিকালে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধেরুয়াহটি গ্রামের আক্তার হোসেনের ছেলে মইনুল হক, মৃত. আলিমুদ্দিনের ছেলে আল মাহম্মুদ এবং তার ছেলে জাকির হোসেন ও জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইউপি সদস্য জুয়েল সরকারের কাছে চাঁদা দাবী করে আসতে ছিলো। কিন্তু জুয়েল সরকার চাঁদা দিতে অস্বিকার করায় তারা জুয়েল সরকারের ৭ বছর আগের একটি ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা ৫/০৪/২০২০ইং তারিখে জুয়েল সরকারের দৃষ্টিতে আসে।

অভিযোগকারী ইউপি সদস্য জুয়েল সরকার বলেন, বিবাদীগন আমার নিকট দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসতে ছিলো। কিন্তু আমি চাঁদআ দিতে অস্বিকার করায় তারা আমার সম্মান হানী করার জন্য ৭ বছর আগের একটি ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এবিষয়ে আমি ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET