২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় ফসলি জমি থেকে কৃষকের গলিত লাশ উদ্ধার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ১৬ ২০১৯, ১২:২৯ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের তিনদিন পর মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) নামক একজন কৃষকের গলিত লাশ বাড়ীর পাশে ফসলি জমিতে পাওয়াগেছে। গত ১৩ জুন বৃহস্পতিবার দুপুর ২ পর্যন্ত জাহাঙ্গীরকে গরু নিয়ে মাঠে যেতে দেখেছে স্থানীয়রা।  সন্ধ্যার পর থেকে তার খোঁজ না থাকায় পরিবারের লোকজন ও এলাকাবাসী ঐদিন রাতেও এলাকার ফসলি জমি সহ বিভিন্ন দিকে খোঁজ করে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে ছাগলনাইয়া থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়রি করা হয়। জাহাঙ্গীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী এলাকার আহাম্মদ আলী মিজী বাড়ীর আমান উল্যাহর ছেলে। জাহাঙ্গীরের নিখোঁজের সংবাদে স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ দেখাদেয় এবং লাশের সন্ধ্যানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (১৬ জুন) ভোরে জনৈক ব্যক্তি ফসলি জমিতে গরুর ঘাস কাটতে গেলে জমিতে গলিত একটি লাশ দেখে সবাইকে জানায়। লাশ দেখের বিষয়টি ছাগলনাইয়া থানায় জানালে সকাল ৮ টার মধ্যেই ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেহজাহ উদ্দিন আহমেদ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ওসি মেজবাহ উদ্দিন আহমেদ তাৎক্ষনিক তদন্তে জানান, এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারনা করা হচ্ছে। তিনি বলেন, লাশ যে স্থানে যে অবস্থায় পাওয়া গেছে আলামত দেখে মনে হচ্ছে তিনদিন আগে এখানেই সে মৃত্যু বরণ করে। তবে বিষয়টি আরো ক্ষতিয়ে দেখে মৃত্যুর মুল রহস্য উদঘাটন করা হবে বলে জানান তিনি। নিহত জাহাঙ্গীরের পিতা আমান উল্যাহ ও স্থানীয় পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা জানান, জাহাঙ্গীরের সাথে পরিবার কিংবা স্থানীয়দের সাথে কখনো কোনো বিবাদ হয়নি। এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে দাবী করেন তার পরিবার। বৈবাহিক জীবনে জাহাঙ্গীর ফারিয়া সুলতানা (৬) ও ফারহা তাসনিম (৪) নামক দুই কন্যা সন্তানের জনক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET