২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়ায় কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ




ছাগলনাইয়ায় কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২০, ১৫:২৬ | 1231 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া পৌরসভাধীন উত্তর পানুয়া কফিল উদ্দিন মাহমুদ কল্যাণ ট্রাষ্ট’র পরিচালনায় অনুষ্ঠিত কফিল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২০ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। এসময় ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়াও উত্তর পানুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সম্মানা প্রদান এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষার আহবায়ক প্রভাষক শ্যামল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা।

জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, কফিল উদ্দিন মাহমুদ কল্যাণ ট্রাষ্ট’র ভাইস চেয়ারম্যান পিবিআই কর্মকর্তা জহিরুল ইসলাম ভুইয়া বাবলি, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর হাছিনা বেগম, উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি মরিয়ম।এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত কফিল উদ্দিন মাহমুদ’র পিতা শাহ জাহান ভুইয়া, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, মটুয়া দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক অরণ চন্দ্র সূত্রধর সহ বৃত্তি পরীক্ষার আয়োজক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১১ আগস্ট মহামায়া লেকে পানিতে ডুবে মৃত্যু বরণ করে উত্তর পানুয়া ভুইয়া বাড়ীর মোঃ শাহ জাহান ভুইয়ার একমাত্র ছেলে ২১ বছর বয়সী মেধাবী ছাত্র কফিল উদ্দিন মাহমুদ। তার স্মৃতি ধরে রাখার প্রয়াসে “কফিল উদ্দিন মাহমুদ কল্যাণ ট্রাষ্ট’র আত্মপ্রকাশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET