২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




ঐতিহ্যবাহীকালাচাঁদ আউলিয়ার ২০৫ বছরের মেলা বন্ধ ঘোষনা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৮, ১৬:৩৪ | 1341 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটেরমোরেলগঞ্জে ২০৫ বছরের ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কার জন্য বন্ধ করা হয়েছে।

প্রতি বছর ২৫ অগ্রহায়ন এ মেলা শুরু হয়। ঐ একদিনের জন্য মেলা অনুষ্ঠিত হওয়ার প্রচলন থাকলেও সময়ের প্রয়োজনে এখন দুই-তিন আগে থেকে এ মেলা শুরু হয়ে সপ্তাহ ব্যাপি চলে। আর এ মেলার উদ্দেশ্যে দুই তিন দিন আগে থেকে শত শত দোকানী ও ভক্তবৃন্দ এসে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রতি বছর যে মেলায় পা রাখার জায়গা পাওয়া যায়না সেখানে চলতি বছরে মেলা প্রাঙ্গন এখন শুধুই স্মৃতি।

কালাচাঁদ আউলিয়া কালাচাঁদ ফকির নামেও পরিচিত। মেলা আরম্ভের ২/৩ দিন আগে থেকেই এখানে প্রচুর লোক সমাগম হতে শুরু করে। দোকানিরা মেলা প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় পশরা সাজিয়ে বসে। দণিাঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানবৃন্দ এ মেলা দেখতে আসে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্ত ও দর্শনার্থীরা আসে। রাতভর চলে ওরস, মুর্শিদী ও মাইজভারী গান। ভক্তবৃন্দ কালাচাঁদ আউলিয়ার মাজারে আগরবাতি আর মোমবাতি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। জনশ্রুতি আছে, ২০৩ বছর আগে ছোট অবস্থায় কালাচাঁদ আউলিয়া পানগুছি নদীতে ভেসে এসেছিল এবং বারইখালী কাজী বাড়ি এলাকায় আস্তানা গেড়েছিল। লোকমুখে রয়েছে তার বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনি। মাজারের খাদেম ডাবলু কাজী  বলেন, প্রশাসনের নির্দেশে এ ঐতিহ্যবাহী মেলা বন্ধ রাখা হয়েছে। তিনি মেলা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসকের কাছে ও আবেদন করেছিলেন। কিন্তু কোন অনুমতি মেলেনি। পৌর সভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন শেখ জানান, নির্বাচনের কারনে এ মেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়েছে।

দুই বছর ধরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এ মেলা চলে আসছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার এ মেলা কমটির সভাপতি । উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, নির্বাচনের কারনে এ মেলা আপাতত বন্ধ রাখা হয়েছে। নির্বাচনের পর যে কোন সুবিধাজনক সময়ে মেলার আয়োজন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET