২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগকারি ৫ জনের সাজা




উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগকারি ৫ জনের সাজা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০১৯, ১২:২৭ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নরুল ইসলাম এর বিরুদ্ধে হাসপাতাল চত্বরের গাছ কাটাওনিজে র ইচ্ছামত হাসপাতাল পরিচালনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারি এজাজুল ইস লাম,ইমটি-ইপিআই মোঃ সাইফুল ইসলাম ও জুনি য়ার ম্যাকানিকং আবুজার রহমান গাছ কাটতে সহ যোগী হিসেবে থাকার অভিযোগ করলে তদন্ত কমি টি কর্তৃক প্রমানিত না হওয়ায় অভিযোগকারিদের ৩ জনকে বদলি।অভিযোগকারি হাসপাতালের এ্যাম্বু লেন্স ড্রাইভার মোকলেছার রহমান,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রউ ফ,হারবাল এ্যাসিষ্ট্যান্ড প্রকাশ চন্দ্র রায় ও উপজে লার আলাদিপুর ইউনিয়ান কমিউনিটি ক্লিনিক সিএ চিসিপি সঞ্জয় কুমার রায় তাদের নিজ নিজ সামা জিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে ২০ মে হাসপাতালে চত্বরে থাকা গাছের ডালকাটা ভিডিও আপলোড করেন। ভিডিওটি কতৃপক্ষের দৃষ্টিতেআস লে ২৫ মে সিএন/দিন/১২৩৮/১(৩) স্মারকের মাধ্যমে ৩ সদস্যের একটি তদন্ত বোর্ড গঠন করা হয়। ২৭ মে তদন্ত কমিটি হাসপাতালে তদন্তে আ সেন। তারা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী রদের সাথে কথা বলেন ও স্বাক্ষর ও ছবি নেন। ২৯ মে/১৯ইং তারিখে দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নজমুল ইসলাম সভাপতিত্বে দিনা জপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা ডাঃ মোঃ আরোজউল্লাহ, দিনাজপুর সিভিল সার্জন অফিসের জুনিয়ার স্বাস্থ্য ও শিক্ষা অফি সার মোঃ নুরুল ইসলাম, ৩ সদস্য তদন্ত কমিটি তাদের লিখিত তদন্ত প্রতিবেদনে বলেন,সকলস্বাক্ষা তকার বিষয়ে পর্যালচনা করে দেখা যায় যে,কোন
গাছ কাটা হয় নাই তবে দুইটি ডাল কাটা হয়েছে যাহা ইলেকট্রিক লাইন বাসার ছাদ এবং মসজি দের ছাদ রক্ষা করার জন্যই। যেহেতু কোন গাছ কাটা হয় নাই সেহেতু গাছ বিক্রয় করাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে যে ডাল গুলো কাটা হয়েছে তা গাছের নিচেই রক্ষিত রয়েছে। আরোও পর্যা লোচনা করে দেখা যায় যে, ফেসবুকে আপলোড বিষটি এ্যম্বুলেন্স ড্রাইভার মখলেসার রহমান এবং সিএইচসিপি সঞ্জয় কুমার সরাসরি জড়িত। পরোক্ষ ভাবে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রউফ এবং হারবাল এ্যাসিস্ট্যান্ড প্রকাশ চন্দ্র রায় জড়িত। তাহারা সংশ্লিষ্ট সংবাদ ‘সরকারি গাছ কেটে সাবাড় ‘‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ী’’ প্রকাশ করে। যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রধান সহ কারী তথা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুন্ন করাই ছিল মূল উদ্দেশ্য এবং পাশাপাশি তাদের কে জনগনেরকাছে হেয়প্রতিপন্ন করাই আর একটি লক্ষ ছিলো,যা কোন ভাবেই কাম্য নয়। তারা দির্ঘদিন এই প্রতিষ্ঠা নে চাকুরী করে একটি চক্র তৈরী করে ছে। এই চক্রটি নিকট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা বা কোন কর্মকর্তা কর্মচারী মনোপুত না হলে তাদের পিছনে লেগে থাকে এবং প্রতিষ্ঠানের ইন্টার নাল এনভাইরনমেন্ট কুলোষিত করে ও হেয় প্রতি পন্ন করার চেষ্টা করে। যেহেতু স্বাস্থ্য প্রতিষ্ঠানটি খুবই গুরুপ্তপূর্ণ স্থাপনা তাই হাসপাতালের স্বার্থে এই চক্রের সাথে জড়িতদের উক্ত প্রতিষ্ঠান থেকে বদলী পূর্বক হাসপাতালের সুনাম রক্ষা করাএকান্ত প্রয়োজন। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিবি এইচসি স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার
(প্রশাসন ও অর্থ) ডাঃ মাসুম রেজা কবীর আলা দিপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সঞ্জয় কুমার রায়কে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ানের গুটিরডাঙ্গা কমিউনিটি ক্লিনি কে বদলি করা হয়েছে। ড্রাইভার মোখলেছার রহমা নকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাস পাতালে বদলি করা হয়েছে। ঢাকা মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর অল্টারনেটিভ মেডি কেল কেয়ার(এমমসি) ডাঃ মোঃ হাবিবুর রহমান ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারবালএ্যাসি সটেন্ট প্রকাশ চন্দ্র সরকারকে সরকারি চাকুরির
বিধি মালা ১৯৮৫ এর ৩(বি) ও ৩(ডি) ধারায় শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত করা হয়। ৭কর্ম দিবসের মধ্যে আত্মসপক্ষে লিখিত বর্ননা যথাযথ কতৃপক্ষে কারণ দর্শানোর নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে সরকারী কর্মচারী ও শৃংখলা আপীল বিধি -১৯৮৫ এর ধারা ২ এবং ৩ অনুযায়ী প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম জানান, সঠিক, স্বচ্ছ ও জবাবদিহির মাধ্যমে হাসপাতাল প্রশাসন পরিচালনা ও রোগী দের সেবার মান বৃদ্ধি নিশ্চিত করার কারনে তারা আমাকে এখান থেকে সরানোর জন্য দির্ঘদিনযাবৎ বিভিন্ন ভাবে অপকৌশল করে আসছে অভিযোগ কারিরা। এরই আলোকে আমাকে সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করতে তারা গত ২০ মে হাস পাতালে মসজিদ ও আবাসিক বাসভবনের উপরে থাকা গাছের ডালপালা পরিস্কার করার সময় ছোট দুটি গাছের ডাল কাটা ভিডিও সামাজিক যোগা যোগ মাধ্যমফেসবুকে আপলোড করে এবংসেখানে গাছ কাটা ও বিক্রয় করার মিথ্যা অভিযোগ করে । যা তদন্ত কমিটি কতৃক প্রমানিত হয় নাই।অভিযোগ কারীরা আমি এখানে যোগদানের পূর্বে
হাসপাতালে অনেক অনিয়ম চালিয়ে যাচ্ছিল সেই অনিয়ম পরিচালনা বাঁধা হওয়ায় তাদের এই
মিথ্যা অভিযোগ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET