২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




শিরীন আখতার কারো ক্ষতি করেনি: গণসংযোগে মীর আবদুল হান্নান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৮, ১৬:০৯ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী শিরীন আখতারের নেতাকর্মী ও সমর্থকরা অবিরাম গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ছাগলনাইয়া-মহুরীগঞ্জ সড়ক পথের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছে শিরীন আখতারের নেতাকর্মীরা।
দুপুরে ছাগলনাইয়ার শান্তির বাজারে গণসংযোগ শেষে আলোচনা সভায় ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মীর আবদুল হান্নান।  মীর আবদুল হান্নান বক্তব্য বলেন, শিরীন আখতার বিগত ৫ বছর ফেনী-১ আসনের মানুষের উন্নয়নে কাজ করে আসছেন। তিনি কারো ক্ষতি করেননি। শিরীন আখতার নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তাই নৌকার জয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আ’লীগের কিছু লোক টাকা খেয়ে নৌকার বিরুদ্ধে কাজ করছে। এদের আমারা চিনে রাখবো। তাদের ক্ষমা নেই।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ ছলিম উল্যাহ, কোষাধ্যক্ষ রেজাউল করীম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাসদের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৮ নং রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগ নেতা মোঃ এনায়েত উল্যাহ সোহেল, জাসদ ছাত্রলীগ জেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদিল হক ননী, সহ- সাধারণ সম্পাদক হাছানাতুজ্জামান বাবু, ফেনী জেলা সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন হৃদয় প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET