১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে মোঃপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা




প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে মোঃপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০১৮, ২৩:০৩ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- আগামী ২১ জুলাই ২০১৮ রোজ শনিবার বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।এই উপলক্ষে ১৬ জুলাই ২০১৮ রোজ সোমবার রাজধানী মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের আয়োজনে বাদআছর  মোহাম্মদপুর টাউন হল মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ অফিসে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার-এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান মিয়াচান, সিনিয়র সহ-সভাপতি এ্যাড.ফাহিম সাদেক খান, সহ-সভাপতি মোঃ আনসার আলী, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান উল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম, সহ-দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম’সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন নের্তৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ খলিলুর রহমান।

বর্ধিত সভায় আগামী ২১ জুলাই ২০১৮ রোজ শনিবার বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করার লক্ষে মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিটের সকল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন বিকাল ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি’র মোড়ে যথাসময় উপস্থিত থাকার জন্য মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার বিশেষ ভাবে অনুরোধ করেন।

 

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু তার বক্তৃতায় বলেন প্রধান শেখ হাসিনার অর্জনের কারণে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছে, এ শুভযাত্রার যিনি অধিনায়ক, তার নেতৃত্বে বাংলাদেশে আজ এ উন্নয়ন সম্ভব হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ। এটাও আমাদের একটা বড় অর্জন। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঙ্গে তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের।

 

তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস আজ। ২০০৭ সালের ১৬ জুলাই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার করে। রাজনীতিতে মাইনাস ফর্মুলার অংশ হিসেবেই সেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে। দীর্ঘ ১১ মাস কারাগারে অভ্যন্তরীণ থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তখন চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনঢ় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

বর্ধিত সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET