২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




নড়াইলের রামসিদি বিশ্বকর্মার গ্রামে শত পরিবার নৌকা গড়েই জীবীকা নির্বাহ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০১৮, ২৩:১০ | 1040 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলের রামসিদি বিশ্বকর্মার এ গ্রামের হাটে নৌকা কিনতে আসেন খুলনার ফুলতলা, তেরখাদা, রূপসা, ডুমুরিয়া, ও দিঘলিয়া, যশোরের অভয়নগর ও বাঘারপাড়া, মাগুরার শালিখা ও মহম্মদপুর, ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী, গোপালগঞ্জের কাশিয়ানী, মকসুদপুরসহ অনেক এলাকার সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, জানাগেছে, এ নৌকার হাটে বছরে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার মূল্যের ৫ হাজার নৌকা উঠে। প্রতিটি নৌকা গড়ে ৩ থেকে ৬ হাজার টাকা দামে বিক্রি হয়। প্রতি বছর প্রায় এক কোটি টাকার সমমূল্যের প্রায় ৪ হাজার নৌকা বিক্রি হয়। নড়াইলের রামসিদি বিশ্বকর্মার গ্রামে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌকা কেনা-বেচার অন্যতম হাট বসে। প্রায় ৩০ বছর ধরে নড়াইল সদর উপজেলার রামসিদি গ্রামের শত পরিবার নৌকা গড়েই জীবীকা নির্বাহ করে আসছে। এখানে প্রতি বুধবার সকাল ৬ টা থেকে এ নৌকার হাট বসে। বছরের প্রায় ৬ মাস ধরে এ নৌকার হাট চলে। বিক্রি হয় বিল এলাকায় চলাচলের উপযোগি কালাই-ঢালাই নৌকা। নড়াইলের নড়াইলের ডহর রামসিদি বিশ্বকর্মার গ্রামের “কৃঞ্চ কালি ও হরি মন্দিরের সভাপতি অমরেন্দ্র নাথ বিশ্বাস আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নৌকার হাটটি পরিচালনা করে ডহর রামসিদি বিশ্বকর্মার গ্রামের“কৃঞ্চ কালি ও হরি মন্দির” এর ব্যবস্থাপনা কমিটি। মন্দির কমিটি নৌকা ক্রেতাদের নিকট হতে হাসিল কেটে প্রতিবছর প্রায় ৩ লক্ষ টাকায় আদায় করে। তারা এ অর্থ দিয়ে মন্দিরে ধর্মীয় কাজ ও এলাকার হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার জন্য ব্যয় করে থাকে। জানাগেছে, ক্রেতা ব্যবসায়ীদের নিকট হতে নৌকা প্রতি ৫০টাকা এবং সাধারণ ক্রেতাদের নিকট হতে নৌকা প্রতি ১০০ টাকা খাজনা আদায় করে। গড়ে নৌকা প্রতি আদায় হয় ৭৫ টাকা। নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোশারেফ হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান,  এখানে প্রতি বুধবারে নৌকার হাট বসে। এখান থেকে ইউনিয়ন পরিষদ কোন টোল নেয় না। প্রতি হাটে ইউনিয়নের চৌকিদার, ইউপি সদস্যরা সহযোগিতা করে। এখানে প্রায় ৩০-৩৫ বছর রামসিদি গ্রামের মানুষ নৌকা তৈরী কওে এবং এ হাটে বিক্রি করে। নৌকা তৈরীর জন্য ব্যবহৃত হয় এ অঞ্চলের পউয়া, উড়িয়াম ও রেন্ট্রি গাছের কাঠ। বর্ষা মৌসুমে এ নৌকার চাহিদা হয় বেশি এবং বেচাকেনাও হয় ভাল।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET