১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় মাদকের অবস্থান থাকবেনা: ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২৬ ২০১৯, ১৬:০০ | 1199 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
“সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, মাদক আমাদের সমাজকে ধংস করে দিচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অবস্থানে রয়েছি। মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবেনা। মাদকের অবস্থান ছাগলনাইয়ায় থাকবেনা। এসময় তিনি বলেন, মাদকের বিষয়ে আমার যদি কোনো ত্রুটি আপনার দেখতে পান তাহলে আমাকে বলবেন আপনি শুধু মাইকে বড় বড় কথা বলতে পারেন কুন্তু কার্যত বিপরীত। যদি এমন কোনো অভিযোগ আমার বিরুদ্ধে কেউ দিতে পারেব তাহলে সেদিনই আমি ছাগলনাইয়া ছেড়ে চলে যাবো  তিনি বলেন, মাদকসেবী, মাদক ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের আমরা ঘৃণা করি। এদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET